নওগাঁর বদলগাছী সরকারী মডেল পাইলট হাইস্কুলে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টিতে প্রায় ৮শত জন ছাত্র-ছাত্রী রয়েছে। তবে এতগুলো শিক্ষার্থীর জন্য ২৫ জন শিক্ষকের মধ্যে ৯ জন শিক্ষক শিক্ষিকা দিয়ে পাঠদান করানো হয়।
জানা যায়, ১৯৪০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ৪ একর ৫ শতক জমির উপর। এতে গড়ে উঠেছে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন অবকাঠামো। বিদ্যালয়টির সম্মুখে রয়েছে বিশাল আকৃতির ফুটবল খেলার মাঠ। ২০১৮ সালের ২১শে মে বিদ্যালয়টি সরকারীকরণ করা হয়। বদলগাছী উপজেলার মধ্যে একমাত্র সরকারী হাই স্কুল হওয়ায় প্রতি বছর ছাত্র-ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ সময় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ অনেক প্রবীণ শিক্ষক অবসরে চলে গেছেন। ২৫ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকসহ ৯ জন শিক্ষক-শিক্ষিকা দিয়ে প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের পাঠদান অনিশ্চিত হয়ে পড়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তাদের বিদ্যালয়ে প্রতিদিন সপ্তম ঘন্টা পর্যন্ত ক্লাসের পাঠদান থাকলেও শিক্ষকের অভাবজনিত কারণে ক্লাসের সমস্যার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস করতে তারা পারেন না।
অভিভাবক শারমিন আক্তার বলেন, আমার দুই সন্তান এই বিদ্যালয়ে লেখাপড়া করে। এই বিদ্যালয়ের লেখাপড়ার মান ভালো, কিন্তুু বিদ্যালয়ের শিক্ষক অনেক কমে গেছে। যার কারণে আমি সন্তানদের নিয়ে খুব চিন্তাই আছি।
প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন বলেন, ১ বছরেরও বেশি সময় ধরে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় প্রায় ৮ শত জন ছাত্র-ছাত্রীদের প্রতিদিনের শ্রেণি পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষক অবসরে যাওয়ার কারণে ২৫ জন শিক্ষকের জায়গায় আমিসহ ৯ জন শিক্ষক ক্লাস নিচ্ছি।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করে আরো ৩ জন অস্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়ায় স্কুলের ক্লাস করানো হচ্ছে। আমরা শিক্ষক নিয়োগের চাহিদা দিয়েছি। শিক্ষক নিয়োগ হলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, যদি শিক্ষক সংকট থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।