ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ময়মনসিংহে র‍্যবের অভিযানে ভারতীয় কম্বলসহ কাভার্ড ভ্যান জব্দ ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের কুমিল্লা জোন উদ্বোধন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এখন ‘পাবলিক টয়লেট’ হিসেবে ব্যবহৃত নরসিংদীর বাবুরহাটে কিশোরী হত্যার রহস্য উদঘাটন, ১০ লাখ টাকা উদ্ধারসহ ৪ আসামী আটক নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পুনাক মেলা ২০২৫ শুরু মাঠের পানি নিষ্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন সালমান-আনিসুল-দীপু মনিসহ ৯ আসামি রিমান্ডে  চলমান আন্দোলনের মধ্যে তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা তিন দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধের পরিণতি জানালেন ট্রাম্প ৩ কিস্তিতে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি রাজশাহীর মানুষের হাতে টাকা রাখতে বড় পদক্ষেপ ভারতের ব্যবসায়ীকে টার্গেট করে নিজ কন্যা লেলিয়ে দিয়ে প্রতারণা ও কাবিন ব্যবসার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

সালমান-আনিসুল-দীপু মনিসহ ৯ আসামি রিমান্ডে 

ছবি: সংগৃহীত

রাজধানীর দুই থানায় বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং ৯ জনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইসতিয়াক এই রিমান্ডের আদেশ দেন।

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তারা উভয় থানার মামলা সম্পর্কে পাঁচদিন করে রিমান্ডের আবেদন করেন, কিন্তু আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলার আসামিদের মধ্যে বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং বাড্ডা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার পিন্টুর নাম রয়েছে।

এছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক কুমার দাস হত্যাচেষ্টার কোতোয়ালি থানার মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকেও দু’দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।

বাড্ডা থানার মামলায় অভিযোগ করা হয় যে, গত ২০ জুলাই বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অটোরিকশাচালক হাফিজুল শিকদারকে আসামিরা গুলি করে হত্যা করেন। এই ঘটনায় তার পরিবার ২১ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে র‍্যবের অভিযানে ভারতীয় কম্বলসহ কাভার্ড ভ্যান জব্দ

Verified by MonsterInsights

সালমান-আনিসুল-দীপু মনিসহ ৯ আসামি রিমান্ডে 

আপডেট সময় ০২:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর দুই থানায় বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং ৯ জনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইসতিয়াক এই রিমান্ডের আদেশ দেন।

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তারা উভয় থানার মামলা সম্পর্কে পাঁচদিন করে রিমান্ডের আবেদন করেন, কিন্তু আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলার আসামিদের মধ্যে বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং বাড্ডা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার পিন্টুর নাম রয়েছে।

এছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক কুমার দাস হত্যাচেষ্টার কোতোয়ালি থানার মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকেও দু’দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।

বাড্ডা থানার মামলায় অভিযোগ করা হয় যে, গত ২০ জুলাই বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অটোরিকশাচালক হাফিজুল শিকদারকে আসামিরা গুলি করে হত্যা করেন। এই ঘটনায় তার পরিবার ২১ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করে।