মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক ড. এহতেসাম উল হক।
রোববার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগের ডিজি অধ্যাপক এ বি এম রেজাউল করীম ৪ জানুয়ারি চাকরি শেষ করে অবসরে যাওয়ার পর, প্রায় এক মাসের বেশি সময় পর এই পদে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হলো, ড. এহতেসাম উল হক অধ্যাপক রেজাউল করীমের স্থলাভিষিক্ত হলেন।
গত বছরের ৫ আগস্টে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাগিনা অধ্যাপক নেহাল আহমেদ পদত্যাগ করেছিলেন। তিনি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দেন। এরপর ২১ আগস্ট তিনি পদত্যাগ করেন এবং এর পরেই নতুন মহাপরিচালকের পদে নিয়োগের জন্য পদক্ষেপ নেয় সরকার।
ড. এহতেসাম উল হক একজন অভিজ্ঞ শিক্ষাবিদ এবং পটুয়াখালী সরকারি কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন। নতুন দায়িত্ব পালন করতে তিনি শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখবেন, এমন আশা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা।