টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার মান উন্নয়ন ও লেখাপড়ায় শৃঙ্খলা ফেরাতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ছাপা ক্লাস রুটিন বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা সদরেরর মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এই ক্লাস রুটিন বিতরণ করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, সহকারি প্রধান শিক্ষক প্রফুল্ল সরকার প্রমুখ।
সূত্র জানায়, পূর্বনির্ধারিত ছাপা ক্লাস রুটিনের কারণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে পারবেন কোনদিন কোন বিষয়ের তাদের ক্লাস রয়েছে। বছরে কয়টি অংক বা ইংরেজি-বাংলা ক্লাস রয়েছে। সে হিসেবে পূর্বপ্রস্তুতি নিয়ে তারা ক্লাসে আসতে পারবেন। একইভাবে অভিভাবকরাও জানতে পারবেন তার সন্তানের কোনদিন কোন ক্লাস রয়েছে। সব মিলিয়ে বিদ্যালয়গুলোতে লেখাপড়ায় শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম দৈনিক বাংলাদেশ সময়কে জানান, শিক্ষার মান উন্নয়ন এবং শৃঙ্খলা ফেরাতে উপজেলার প্রত্যেক বিদ্যালয়ে ছাপা একই ক্লাস রুটিন বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।