বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে হটকারী সিদ্ধান্ত না নেওয়া হয়।
রোববার (২৭ অক্টোবর) বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, বিএনপির সর্বোচ্চ ফোরামে আলোচনা শেষে দলটির অবস্থান পরিষ্কার হবে।
ফখরুল বলেন, “গণঅভ্যুত্থানের ফসলকে ঘরে তুলতে হলে জাতীয় ঐক্য জরুরি। সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন হতে হবে।” তিনি নির্বাচনের বিলম্বিত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, বিএনপি সব সময় দ্রুত নির্বাচন আয়োজনের পক্ষে।
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং যুবদলের ভূমিকা উল্লেখযোগ্য বলে ফখরুল মন্তব্য করেন।