অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এই কার্ড পৌঁছে দেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কার্ড গ্রহণ করেন তার সচিব সাইফুল্লাহ পান্না।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই শুভেচ্ছা বার্তাকে সৌজন্যমূলক যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।
