ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৫ উইকেটে হেরে প্লে-অফে টিকে থাকার আশা আরও কঠিন হয়ে গেল খুলনা টাইগার্সের। ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডেভিড মালানের বিধ্বংসী ৬৩ রানের ইনিংস ও ফাহিম আশরাফের ঝড়ো ফিনিশিংয়ে ৫ বল হাতে রেখে বরিশাল জয়লাভ করে।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে খুলনা টাইগার্স দারুণ শুরু করে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৮ বল থেকে ২৯ রান করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর মোহাম্মদ নাঈমের ৫১ রানের বিধ্বংসী ইনিংস ও আফিফ হোসেনের ৩২ রানের গুরুত্বপূর্ণ অবদান দলকে ২০ ওভারে ১৮৭/৫ স্কোরে পৌঁছে দেয়। উইলিয়াম বোসিস্তো (২০*) ও মাহিদুল ইসলাম অংকন (২৭*) শেষ দিকে কার্যকরী ভূমিকা রাখেন। বরিশালের পক্ষে ফাহিম আশরাফ ২ উইকেট নিয়ে সফল বোলার ছিলেন, তবে ৪ ওভারে ৪৯ রান খরচ করেন।
১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয়ের (১১) উইকেট হারালেও বরিশাল ঘুরে দাঁড়ায় তামিম ইকবাল ও ডেভিড মালানের দারুণ জুটিতে। মালান ৩৭ বলে ৬৩ রান করে খুলনার বোলারদের ওপর তাণ্ডব চালান। ১২.৩ ওভারে মোহাম্মদ নাঈমের দুর্দান্ত ক্যাচে আফিফ হোসেনের শিকার হয়ে বিদায় নেন মালান। শেষ দিকে ১৩ বলে ২৪ রান করা মাহমুদউল্লাহ ও ফাহিম আশরাফের মাত্র ৬ বলে ১৮ রানের ক্যামিও বরিশালকে জয় এনে দেয়।
খুলনার পেসাররা শেষ মুহূর্তে চাপে ভেঙে পড়েন। আবু হায়দার ২ উইকেট পেলেও ৩৫ রান দিয়ে ১৩.১২ ইকোনমিতে রান দেন, এছাড়া হাসান মাহমুদ ও নাসুম আহমেদ গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু দিতে ব্যর্থ হন। ফলে খুলনার প্লে-অফে টিকে থাকার চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে পড়েছে।