লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ৬ জন। বুধবার (১২ মার্চ) বিকালে রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৬ জনকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আহত ব্যক্তিরা হলেন- নূর হোসেন (৬০), রাশিদা (৬৫), জসিম (৪২), রাবেয়া (৩৫), সোহেল (৪২) শাহানার বেগম (৫৮)। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের দু’টি লিখিত অভিযোগ দিয়েছেন রায়পুর থানায়।
জানা যায়, নূর হোসেন ও অন্যান্যদের সঙ্গে একই বাড়ির সোহেলের জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে বিরোধপূর্ণ জমিতে দুই পক্ষের ২ জন ও নিরপেক্ষ ১ জন আমিন নিয়ে জমি মাপার সময় সোহেল তার লোকজন নিয়ে অতর্কিতভাবে হামলা করে। এ সময় উভয়পক্ষের লোকজনের সঙ্গে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ আহত হন উভয়পক্ষের অন্তত ৬ জন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, উভয়পক্ষের দু’টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।