গত বুধবার (১২ মার্চ) এক অফিস আদেশে এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আব্দুর রশীদ মিয়া সরকারি এক অফিস আদেশে উল্লেখ করেন, “সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, এলজিইডির সদর দপ্তর/বিভাগ/অঞ্চল/জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কোনো কোনো কর্মকর্তা কর্মচারী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ব্যক্তিগত প্রয়োজনে কর্মস্থল ত্যাগ করে অহেতুক সদর দপ্তরে আগমনসহ মন্ত্রণালয়ে গমনাগমন করছেন।”
তিনি বলেন, “তাছাড়া এলজিইডি সদর দপ্তরের বিভিন্ন ইউনিট, শাখা ও প্রকল্পের কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী অফিস চলাকালীন প্রয়োজন ব্যতিরেকে অন্য ইউনিট/শাখা ও প্রকল্পে গমন করে অহেতুক সময় ক্ষেপণ করেন। ফলে কাজের স্বার্থে প্রয়োজনীয় মুহূর্তে ঐ সকল কর্মকর্তা কর্মচারীগণকে অফিসে না পাওয়ায় সরকারি কাজে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে।”
প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া অফিস আদেশ আরও বলেন, “উপরোল্লিখিত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ব্যক্তিগত প্রয়োজনে অফিসের বাহিরে গমন/কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায়, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”