ঢাকা ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বুধবার (১২ মার্চ) কাওরান বাজারস্থ ওয়াসা ভবনে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার অনুষ্ঠান পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসা কর্ম সম্পাদন সহয়তা কমিটির আহবায়ক এ কে এম তারিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বক্তারা ঢাকা ওয়াসার সার্বিক মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসা কর্ম সম্পাদনা সহায়তা কমিটির আহবায়ক অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, “আল্লাহ তা’আলা ইরশাদ করেন, ‘কিন্তু রোজা আলাদা। কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে।’ তিন ওয়াসার সার্বিক মঙ্গল কামনা করেন।”
প্রধান বক্তা অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান বলেন, “জান্নাতে একটি দরজা আছে, যার নাম রাইয়ান। কিয়ামতের দিন এ দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, কোথায় সেই সৌভাগ্যবান রোজাদারগণ? তখন তারা উঠে দাঁড়াবে। তারা ব্যতীত কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অতঃপর রোজাদারগণ যখন প্রবেশ করবে, তখন তা বন্ধ করে দেওয়া হবে। ফলে কেউ ঐ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না।”

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার সচিব মো. মশিউর রহমানসহ কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন এর সভাপতি আজিজুল আলম খান।
তিনি বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন প্রত্যেক বছর এভাবে একটি পরিবারের মত ঐক্যবদ্ধ থেকে এরকম সুন্দর আয়োজন করতে তৌফিক দান করেন।”
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ঢাকা ওয়াসার জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পাটোয়ারী। তিনি সকল অতিথিবৃন্দের প্রতি উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বক্তারা ঢাকা ওয়াসার সার্বিক উন্নয়ন কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে করার জন্য সকলকে আহ্বান জানান।