ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোলে দরিদ্র ও পথচারীদের ইফতার বিতরণ মিষ্টি কুমড়া চাষ করে লোকসান, ন্যায্য দাম থেকে বঞ্চিত কৃষক ফিলিস্তিনে নির্বিচারে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন প্রাথমিক বিদ্যালয়ে অর্জিত জ্ঞান শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ইফতার সামগ্রী বিতরণ করল এপেক্স ক্লাব অব লামা কমলগঞ্জে যুবদলের ইফতার বিতরণ মৌলভীবাজারের রাজনগরে ডিবি পুলিশকে মারধর করে চেয়ারম্যাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১০ টাকায়: প্রশাসনের নীরব ভূমিকা ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে হাসনাতের সাথেই আমরা ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের অনুসারীদের নেতৃত্বে ছিল সাংকেতিক নাম

বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার কখনো ফিরে আসার সুযোগ নেই: আমানউল্লাহ আমান

  • যশোর প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

যশোরে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান

যশোরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, “৫৭ জন সেনা কর্তকর্তা হত্যার দায়ে শেখ হাসিনার কমপক্ষে ৫৭ বার ফাঁসি হওয়া উচিত। কারণ তার নির্দেশে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনামুক্ত বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেই দেশ আজ গণতান্ত্রিক ধারায় ধাবিত হচ্ছে। সেই সকল শহীদ ও গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি হবে। এই বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার কখনো ফিরে আসার সুযোগ নেই।”

বৃহস্পতিবার (১৩ মার্চ) যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন।

হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে আমানউল্লাহ আমান দলের নতুন ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় আমানউল্লাহ আমান আরও বলেন, “দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র চলছে তার মধ্য দিয়ে সজাগ ও সর্তক থেকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্তীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারংবার বলেছেন ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। কারণ জনগণ ভালো মানুষের দল বিএনপিকে চায়। বিএনপি অতীতে বারবার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আগামী দিনেও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিদায় হয়েছে। দীর্ঘ ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সেই আন্দোলনে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমনসহ অনেককে গুম করা হয়েছে। কারণ শেখ হাসিনা আক্রোশের রাজনীতি করতেন। আক্রোশের বশবতি হয়ে তিনি এভাবে বিএনপি নেতাকর্মীদের গুম, খুন করেছেন। যাদেরকে গুম করা হয়েছে আমরা তাদের ফেরৎ চাচ্ছি।”

আমানউল্লাহ আমান বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার মধ্যে উল্লেখ করেছেন, বিগত ১৬ বছর যে সকল রাজনৈতিক দল আন্দোলনে ছিল তাদেরকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। তিনি বলেছেন, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটি তার বড় মনের পরিচয়। আমাদেরকে সর্বদা সজাগ ও সতর্ক থেকে লক্ষ্য অবিচল রেখে কাজ করতে হবে।”

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু মতবিনিময় সভা পরিচালনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান ইয়াহিয়া প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Verified by MonsterInsights

বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার কখনো ফিরে আসার সুযোগ নেই: আমানউল্লাহ আমান

আপডেট সময় ০৯:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

যশোরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, “৫৭ জন সেনা কর্তকর্তা হত্যার দায়ে শেখ হাসিনার কমপক্ষে ৫৭ বার ফাঁসি হওয়া উচিত। কারণ তার নির্দেশে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনামুক্ত বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেই দেশ আজ গণতান্ত্রিক ধারায় ধাবিত হচ্ছে। সেই সকল শহীদ ও গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি হবে। এই বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার কখনো ফিরে আসার সুযোগ নেই।”

বৃহস্পতিবার (১৩ মার্চ) যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন।

হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে আমানউল্লাহ আমান দলের নতুন ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় আমানউল্লাহ আমান আরও বলেন, “দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র চলছে তার মধ্য দিয়ে সজাগ ও সর্তক থেকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্তীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারংবার বলেছেন ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। কারণ জনগণ ভালো মানুষের দল বিএনপিকে চায়। বিএনপি অতীতে বারবার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আগামী দিনেও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিদায় হয়েছে। দীর্ঘ ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সেই আন্দোলনে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমনসহ অনেককে গুম করা হয়েছে। কারণ শেখ হাসিনা আক্রোশের রাজনীতি করতেন। আক্রোশের বশবতি হয়ে তিনি এভাবে বিএনপি নেতাকর্মীদের গুম, খুন করেছেন। যাদেরকে গুম করা হয়েছে আমরা তাদের ফেরৎ চাচ্ছি।”

আমানউল্লাহ আমান বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার মধ্যে উল্লেখ করেছেন, বিগত ১৬ বছর যে সকল রাজনৈতিক দল আন্দোলনে ছিল তাদেরকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। তিনি বলেছেন, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটি তার বড় মনের পরিচয়। আমাদেরকে সর্বদা সজাগ ও সতর্ক থেকে লক্ষ্য অবিচল রেখে কাজ করতে হবে।”

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু মতবিনিময় সভা পরিচালনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান ইয়াহিয়া প্রমুখ।