বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম আন্দোলনের নেতৃত্বের নামে ভুয়া সমন্বয়ক তৈরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) মাদারীপুর পৌরসভার হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “৫ আগস্টের পর গিরগিটির মতো অনেক ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে, যারা সুবিধাবাদী আচরণ করছে এবং আন্দোলনের ইমেজ নষ্ট করছে।”
সারজিস আলম ছাত্রদের মধ্যে বিভাজন সৃষ্টি ও আন্দোলনে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “১৬ বছরের রেডি করা সেটআপ থেকে কিছু সুবিধাবাদী পালিয়ে গেছে, তবে তাদের ফিরে আসতে সময় লাগবে না। তাই সবাইকে এক থাকতে হবে।”
আলোচনায় তিনি ভবিষ্যৎ নেতৃত্বের সততার ওপর জোর দেন এবং ছাত্রদের ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। সারজিস আরও বলেন, রাজনৈতিক দল করার অধিকার থাকলেও অভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্রদের মধ্যে বিভাজন না হওয়াই গুরুত্বপূর্ণ।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে মাদারীপুরে হতাহতদের পরিবারের সদস্য ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।