বর্তমান বাংলাদেশের সংবিধানকে “শেখ হাসিনার ফ্যাসিবাদী দলিল” হিসেবে আখ্যায়িত করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান বলেন, “বর্তমান সংবিধান শেখ হাসিনার তৈরি একটি ফ্যাসিবাদী দলিল, যা দিয়ে কখনও একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব নয়।” তিনি দাবি করেন, সংবিধানকে বারবার বিকৃত করে জনগণের মতামত ও অধিকারকে উপেক্ষা করা হয়েছে।
৭২-এর সংবিধান প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, “৭২-এর সংবিধান জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছিল কি না, তা কখনো খতিয়ে দেখা হয়নি। বরং জনশ্রুতি রয়েছে, সংবিধানটি ভারত থেকে তৈরি করে এনে সংসদে গৃহীত হয়েছিল।” তিনি আরও বলেন, “৭৫-এর সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা হয়েছিল, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে।”
মাহমুদুর রহমান সংবিধান পরিবর্তন বা সংশোধনের জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “বর্তমান সংবিধানে জনগণের কোনো অধিকার নেই। এটি সংশোধন করতে হলে একটি নির্বাচিত সরকারকে দায়িত্ব নিতে হবে এবং একটি রূপরেখা প্রণয়ন করতে হবে।”