ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
সাবেক মেয়র তাপসকে দুদকে তলব দুর্নীতির অভিযোগে ডিবি হারুন ও তার পরিবারকে দুদকে তলব দুর্নীতির অভিযোগে দুই যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যবিপ্রবিরএডি আব্দুর রশিদের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন ও আর্থিক দুর্নীতির অভিযোগ ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে লন্ডনে দাপিয়ে বেড়াচ্ছেন সাইফুজ্জামান রাজস্ব পরিদর্শক খায়রুল হাসান নিপু’র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মেয়র আতিকের এপিএস ফরিদের ভাই ফারুকের বিরুদ্ধে হুন্ডি ও অর্থপাচারের অভিযোগ মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর দুদকের জালে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অবশেষে দুর্নীতিপরায়ন স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান ওএসডি

আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

ছবি: সংগৃহীত

বিপ্লবী ছাত্র পরিষদ রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগ, ১৪ দল, জাতীয় পার্টি এবং সংশ্লিষ্ট অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে এসব দলকে সাংবিধানিকভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছে। সংগঠনটি বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ১৩০ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন, যার সদস্যসচিব হিসেবে ফজলুর রহমান রয়েছেন।

লিখিত বক্তব্যে আবদুল ওয়াহেদ বলেন, জনগণতান্ত্রিক রাষ্ট্র পরিগঠনের লড়াই ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি অবস্থা বিরোধী আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল। তিনি দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য নতুন সংবিধান প্রণয়ন, রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক পরিবর্তন ও শিক্ষা-শ্রমের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনতে হবে।

বিপ্লবী ছাত্র পরিষদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ড. মুহম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ ও নতুন সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনের দাবি জানায়। সংগঠনটির নেতারা নতুন সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।

এছাড়া, সংগঠনটি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসা ও সমাজ, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের জন্য বিভিন্ন দাবি জানায়।

জনপ্রিয় সংবাদ

মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা

আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

আপডেট সময় ০৮:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

বিপ্লবী ছাত্র পরিষদ রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগ, ১৪ দল, জাতীয় পার্টি এবং সংশ্লিষ্ট অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে এসব দলকে সাংবিধানিকভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছে। সংগঠনটি বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ১৩০ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন, যার সদস্যসচিব হিসেবে ফজলুর রহমান রয়েছেন।

লিখিত বক্তব্যে আবদুল ওয়াহেদ বলেন, জনগণতান্ত্রিক রাষ্ট্র পরিগঠনের লড়াই ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি অবস্থা বিরোধী আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল। তিনি দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য নতুন সংবিধান প্রণয়ন, রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক পরিবর্তন ও শিক্ষা-শ্রমের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনতে হবে।

বিপ্লবী ছাত্র পরিষদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ড. মুহম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ ও নতুন সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনের দাবি জানায়। সংগঠনটির নেতারা নতুন সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।

এছাড়া, সংগঠনটি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসা ও সমাজ, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের জন্য বিভিন্ন দাবি জানায়।