ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন নেতা। রাজনৈতিক ও সাংবিধানিক সংকট এড়াতে দ্রুত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই বৈঠকে আরও অংশ নেন আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমদ। বৈঠক শেষে বিএনপি নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “দেশে যেন নতুন করে কোনো রাজনৈতিক সংকট সৃষ্টি না হয়, সেই বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। আমরা চলমান সংস্কার কাজগুলো দ্রুত এগিয়ে নেওয়ার এবং জনগণের সংকট দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছি।”

তিনি আরও বলেন, “পতিত ফ্যাসিবাদ এবং তাদের সহযোগীরা দেশে নতুন করে রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা করছে। তবে আমরা সকলকে হুঁশিয়ার থাকতে বলেছি, যাতে কোনোভাবেই এ ধরনের সংকট সৃষ্টি না হয়।”

বিএনপি নেতারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা প্রতিরোধে রাজনৈতিক ঐক্যকে সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। নজরুল ইসলাম খান বলেন, “স্বৈরাচারী শক্তির কোনো ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হলে, আমরা আন্দোলনরত রাজনৈতিক দলগুলো একযোগে তা প্রতিহত করব।”

এই বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ০১:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন নেতা। রাজনৈতিক ও সাংবিধানিক সংকট এড়াতে দ্রুত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই বৈঠকে আরও অংশ নেন আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমদ। বৈঠক শেষে বিএনপি নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “দেশে যেন নতুন করে কোনো রাজনৈতিক সংকট সৃষ্টি না হয়, সেই বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। আমরা চলমান সংস্কার কাজগুলো দ্রুত এগিয়ে নেওয়ার এবং জনগণের সংকট দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছি।”

তিনি আরও বলেন, “পতিত ফ্যাসিবাদ এবং তাদের সহযোগীরা দেশে নতুন করে রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা করছে। তবে আমরা সকলকে হুঁশিয়ার থাকতে বলেছি, যাতে কোনোভাবেই এ ধরনের সংকট সৃষ্টি না হয়।”

বিএনপি নেতারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা প্রতিরোধে রাজনৈতিক ঐক্যকে সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। নজরুল ইসলাম খান বলেন, “স্বৈরাচারী শক্তির কোনো ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হলে, আমরা আন্দোলনরত রাজনৈতিক দলগুলো একযোগে তা প্রতিহত করব।”

এই বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।