ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা দাকোপে ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি ট্রাম্পের বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন স্ত্রী ও মেয়েসহ সাবেক ডেপুটি গভর্নরের বিরুদ্ধে দুদকের মামলা যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বগুড়ায় আবাসিক হোটেলের ম্যানেজার হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেপ্তার সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো কঠিন: পররাষ্ট্র উপদেষ্টা মাত্র একটি ট্রেন ও ঘোষিত সময়সূচীতে যশোরবাসী হতাশ ও ক্ষুব্ধ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় ‘ডানা’ এর আঘাতের শঙ্কা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই লঘুচাপ ক্রমে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘ডানা’ নামে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগে আঘাত হানতে পারে।

রোববার (২০ অক্টোবর) আমেরিকা এবং ইউরোপের আবহাওয়ার পূর্বাভাস মডেলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস মডেলের বিশ্লেষণে দেখা গেছে, ঘূর্ণিঝড়টি আগামী ২৩ অক্টোবর রাত ১২টা থেকে ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৮৯-১১০ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে। স্থলভাগে আঘাতের সময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, যা দমকা হাওয়ার সময় ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

ঘূর্ণিঝড় ‘ডানা’ যদি জোয়ারের সময় উপকূলে আঘাত হানে, তবে সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাটের উপকূলীয় এলাকাগুলোতে ৬ থেকে ৮ ফুট উচ্চতার স্বাভাবিক জলোচ্ছ্বাসের চেয়ে বেশি উচ্চতার প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ভাটার সময় আঘাত হানলে ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে। তবে এর গতিপথ পরিবর্তন করে বাংলাদেশেও আঘাত হানার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

অন্যদিকে, ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৩ অক্টোবর ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে। আইএমডি আরও জানায়, ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৪ অক্টোবর সকালে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে। এ সময় সাগরে ১১০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ডানা’ এর কারণে ২৫ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকবে।

উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। তাদের মতে, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া উচিত এবং উপকূলীয় এলাকায় বিশেষ সর্তকতা বজায় রাখা জরুরি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় ‘ডানা’ এর আঘাতের শঙ্কা

আপডেট সময় ১২:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই লঘুচাপ ক্রমে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘ডানা’ নামে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগে আঘাত হানতে পারে।

রোববার (২০ অক্টোবর) আমেরিকা এবং ইউরোপের আবহাওয়ার পূর্বাভাস মডেলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস মডেলের বিশ্লেষণে দেখা গেছে, ঘূর্ণিঝড়টি আগামী ২৩ অক্টোবর রাত ১২টা থেকে ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৮৯-১১০ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে। স্থলভাগে আঘাতের সময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, যা দমকা হাওয়ার সময় ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

ঘূর্ণিঝড় ‘ডানা’ যদি জোয়ারের সময় উপকূলে আঘাত হানে, তবে সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাটের উপকূলীয় এলাকাগুলোতে ৬ থেকে ৮ ফুট উচ্চতার স্বাভাবিক জলোচ্ছ্বাসের চেয়ে বেশি উচ্চতার প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ভাটার সময় আঘাত হানলে ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে। তবে এর গতিপথ পরিবর্তন করে বাংলাদেশেও আঘাত হানার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

অন্যদিকে, ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৩ অক্টোবর ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে। আইএমডি আরও জানায়, ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৪ অক্টোবর সকালে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে। এ সময় সাগরে ১১০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ডানা’ এর কারণে ২৫ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকবে।

উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। তাদের মতে, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া উচিত এবং উপকূলীয় এলাকায় বিশেষ সর্তকতা বজায় রাখা জরুরি।