খুলনার দাকোপ উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪৪২১ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টয় দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মো. আসমত হোসেন এর নিদেশ মতাবেক উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চার হাজার চারশত একুশ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৭৫০০ (সাড়ে সাত হাজার) টাকার চেক, নগদ অর্থ ও ১৫টি (সাতফুট লম্বা) ঢেউটিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলায় সেনাবাহিনী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মো. রুবাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শেখ আবদুলকাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারী মো. আতাউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকাসহ চালনা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ।