ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে আদালতের রায়ের মাধ্যমে ‘জনতার মেয়র’ জনগণের কাতারে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৮ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ছাত্র-জনতা বিপ্লবে নিহত রিকশা, ভ্যান, অটোচালকদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণের এই আয়োজন করা হয়।
রিজভী বলেন, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। আদালতের এই রায়কে তিনি ন্যায়বিচার বলে অভিহিত করেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। সেই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে জারি করা গেজেটও বাতিল করা হয়েছে।
ইশরাক হোসেন এই রায়ের প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াইয়ের পর এই ন্যায়বিচার পেলেন তিনি। তার মতে, এই রায় শুধু ব্যক্তি হিসেবে তার বিজয় নয়, বরং অবৈধভাবে দখল করা ক্ষমতার বিরুদ্ধে আইনি দৃষ্টান্ত স্থাপন।
রিজভী আরও বলেন, সরকার নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে। কখনো বলা হচ্ছে ডিসেম্বর, কখনো মার্চ, আবার কখনো জুনে নির্বাচন হবে। তিনি এই অনিশ্চয়তার জন্য সরকারকে দায়ী করেন এবং অবিলম্বে নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ ও জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের প্রধান আরিফুর রহমান তুষার বক্তব্য দেন।