আজকের বিশ্ব ভালোবাসা দিবসে, যেখানে তরুণ-তরুণীদের প্রেমের গল্পগুলি আলোচনায়, সেখানে ব্রাজিলের এক দম্পতি নিজের দীর্ঘ জীবনযাত্রার মাধ্যমে অনুপ্রেরণা দিচ্ছেন।
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৪০ সালে বিবাহিত ব্রাজিলীয় দম্পতি ম্যানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো এবং মারিয়া ডি সুসা ডিনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম জীবিত দম্পতি হিসেবে স্থান পেয়েছেন।
এই দম্পতি ৮৪ বছর ৭৭ দিন ধরে সংসার করছেন। ম্যানোয়েল বর্তমানে ১০৫ বছর বয়সী এবং মারিয়া ১০১ বছর বয়সে পৌঁছেছেন। তাদের দীর্ঘ জীবনযাত্রার গল্প একটি বাস্তব ভালোবাসার উদাহরণ হিসেবে উঠে এসেছে। ১৯৩৬ সালে তাদের প্রথম দেখা হয় এবং মনের আদান-প্রদান পরবর্তীতে ১৯৪০ সালে ব্রাজিলের সিয়েরা অঞ্চলের বোয়া ভেনচুরার চ্যাপেলে তাদের বিবাহিত জীবন শুরু হয়। তাদের বিবাহ তখনকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে হয়েছিল।
দীর্ঘ এই সময়কালে, তারা একে অপরের পাশে থেকেছেন, নানা কঠিন পরিস্থিতি, মহামারি, মন্দা, খাদ্যাভাব, রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যে তাদের সম্পর্ককে অবিচল রেখেছেন। তাদের এই সুদীর্ঘ সংসারে ১৩ সন্তান রয়েছে, বর্তমানে তাদের ৫৫ জন নাতি-নাতনি, ৫৪ জন প্রপৌত্র-প্রপৌত্র এবং ১২ জন প্রপৌত্র-প্রপৌত্র-প্রপৌত্র রয়েছে।
এর আগে, দীর্ঘতম বিবাহের রেকর্ডটি ছিল ৮৮ বছর ৩৪৯ দিন, যা কানাডার ডেভিড জ্যাকব হিলার ও সারাহ ডেভি হিলারের দখলে ছিল। তবে এই ব্রাজিলীয় দম্পতির কাহিনী এখন নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে।