ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মঙ্গলবার (১১ মার্চ) ম্যানিলার প্রধান বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে।
আইসিসি জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের নামে দুতার্তে মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার শাসনামলে হাজার হাজার ফিলিপিনোকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার তদন্ত চলছে এবং গ্রেপ্তারের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
সোমবার হংকংয়ে দুতার্তে এক বিবৃতিতে বলেন, তিনি আইসিসির পরোয়ানা মেনে গ্রেপ্তার হতে প্রস্তুত। তবে তিনি বরাবরের মতো মাদকবিরোধী অভিযানের পক্ষে অবস্থান নেন এবং পুলিশকে মাদক সন্দেহভাজনদের হত্যা করার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
এরপর তিনি ফিলিপাইনে ফিরে আসেন। তবে বিমানবন্দর ত্যাগের আগেই তাকে গ্রেপ্তার করা হয়। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় জানিয়েছে, তারা পরোয়ানার একটি অফিসিয়াল কপি পেয়েছে এবং দুতার্তে এখন পুলিশ হেফাজতে রয়েছেন।
দুতার্তের আইনি পরামর্শদাতা সালভাদোর পানেলো এই গ্রেপ্তারকে বেআইনি বলে দাবি করেছেন। তিনি জানান, পুলিশ একজন আইনজীবীকেও বিমানবন্দরে দুতার্তের সাথে দেখা করতে দেয়নি।