ভারতের কর্ণাটক রাজ্যের হামপিতে দুই নারী পর্যটক গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (০৬ মার্চ) রাতে তুঙ্গভদ্রা নদীর কাছে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা তাদের সঙ্গে থাকা তিন পুরুষ পর্যটককে আক্রমণ করে, যার মধ্যে একজন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, আক্রান্ত নারীদের মধ্যে একজন ইসরায়েলি পর্যটক এবং অপরজন ভারতীয় হোমস্টে অপারেটর। তারা তিনজন পুরুষ সঙ্গীর সঙ্গে হামপির সানাপুর এলাকায় আকাশ পর্যবেক্ষণ করছিলেন। এ সময় তিনজন হামলাকারী মোটরসাইকেলে এসে পেট্রোলের অজুহাতে পর্যটকদের সঙ্গে বিতর্কে জড়ান এবং পরবর্তীতে তাদের ওপর হামলা চালান।
অভিযুক্তরা প্রথমে তিন পুরুষ পর্যটককে মারধর করে তুঙ্গভদ্রা নদীর খালে ফেলে দেন। এতে একজন মারা যান এবং বাকিরা আহত হন। এরপর তারা দুই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়।
পুলিশের তদন্তে জানা গেছে, হামলাকারীরা আগেই ভুক্তভোগীদের অনুসরণ করছিল। ইতোমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এই ঘটনায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এক বিবৃতিতে বলেন, “ইসরায়েলি পর্যটক ও হোমস্টে অপারেটরের ওপর হামলা একটি ঘৃণিত কাজ। পুলিশের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং তাদের দ্রুত অপরাধীদের ধরতে নির্দেশ দিয়েছি।”
এর আগেও ভারতে পর্যটকদের ওপর যৌন সহিংসতার ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
হামপি ভারতের অন্যতম প্রাচীন পর্যটন এলাকা, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ।