দীর্ঘ ১৬ বছর পর কিশোরগঞ্জের নিকলী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুই অধিবেশনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. বদরুল মোমেন মিঠু।
অনুষ্ঠান পরিচালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল।
সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. শরিফুল আলম।
সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আবু ওয়াহাব আকন্দ, লায়লা বেগম, শেখ মজিবুর রহমান ইকবাল, ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
বিকাল ৩টায় শুরু হওয়া দ্বিতীয় অধিবেশনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। উপজেলার ৭টি ইউনিয়নের ৫১০ জন ভোটারের মধ্যে ৪ জন সভাপতি প্রার্থীর মধ্যে ঘড়ি প্রতীকে ২২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এড. বদরুল মোমেন মিঠু। সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রার্থীর মধ্যে মাছ প্রতীকে ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন আতিকুল ইসলাম হেলিম তালুকদার।
সম্মেলন উপলক্ষে নিকলীতে বিএনপি কর্মী-সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।