বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, ‘‘আপনি অনেক রক্ত ঝরানো, রক্তাক্ত পিচ্ছিল পথে ক্ষমতায় বসেছেন। আপনাকে সমর্থন করেছে দেশের প্রত্যেকটি রক্তাক্তমনা মানুষ এবং গণতান্ত্রিকমনা রাজনৈতিক দল। এখন আপনার দায়িত্ব হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ নিশ্চিত করা। কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না।’’
শনিবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর তুরাগে রানাভোলা ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, ‘‘গত ১৫ বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে এমন একটি পুলিশী রাজত্ব তৈরি করেছেন, যেখানে মানুষের মৌলিক অধিকার, নাগরিক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে। তিনি একজন সম্রাজ্ঞী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন।’’
তিনি বলেন, ‘‘আজ আমরা সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়েছি এবং আশা করি বাংলাদেশে আর কোনো দিন আওয়ামী দুঃশাসন ফিরে না আসুক।’’
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, ‘‘গত ১৭ বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি। লাখ লাখ নেতাকর্মী হামলা-মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে। আমাদের অনেক ভাই-বোন গুম ও খুন হয়েছে।’’
তিনি বলেন, ‘‘আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের রায় নিয়েই আমরা ক্ষমতায় আসতে চাই, কোনো ধরনের ভোট কারচুপি ছাড়া।’’
মোস্তফা জামান আরও বলেন, ‘‘আমরা প্রতিহিংসা পরায়ণ নই, আমরা ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশে বিশ্বাস করি। আমাদের ৩১ দফার আলোকে কাজ করছি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক সিস্টেমের পতন চাই।’’
তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. চান মিয়া বেপারীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন নেতাদের উপস্থিতিতে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।