অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফ্যাসিবাদের পুনরুজ্জীবন এবং সামাজিক ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (১৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।
মাহফুজ আলম তার পোস্টে জানান, “পুরোনো ভাবাদর্শিক বন্দোবস্ত আবার সক্রিয় হয়ে গেছে” এবং তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “কালচারাল ফ্যসিজম এবং পুরাতন অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আপনাদের আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন।” তিনি আরও উল্লেখ করেন যে, শাপলা চত্বর ও শাহবাগ আন্দোলনের প্রেক্ষাপটে নতুনভাবে পুরানো ইতিহাস ও রাজনৈতিক শক্তি পুনরুজ্জীবিত হচ্ছে।

তিনি লেখেন, “জুলাই শহীদ ও আহতদের অর্থদান, পুনর্বাসন এবং বিচার প্রক্রিয়ার জন্য আমরা নিরন্তর কাজ করছি। সরকার জনগণের ন্যায্য দাবি পূরণের জন্য কাজ করছে। কিন্তু যারা ভাবাদর্শিক গোঁড়ামি করে রাষ্ট্রের পুনর্গঠনকে ব্যাহত করছেন, তাদের খতিয়ান আমাদের প্রজন্মের কাছে থাকবে।”
মাহফুজ আলম তার পোস্টে জুলাইয়ের শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “যারা জুলাইয়ের পিঠে ছুরি চালিয়েছে, তারা কোথায় যাবেন? তাদের আমলনামাও আমরা রাখছি।”
এ পোস্টে তিনি ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান, রাজনৈতিক শক্তির বিভাজন, এবং গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন। তিনি এই পরিস্থিতির মোকাবিলায় জনগণকে সতর্ক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।