ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সফরের প্রথম দিনেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। বৈঠকের সময় মাস্কের বান্ধবী শিভন জিলিস এবং তাদের তিন সন্তানও উপস্থিত ছিলেন, যাদের সঙ্গে কুশল বিনিময় করেন মোদি।
ভারতীয় প্রধানমন্ত্রী শিশুদের জন্য উপহার হিসেবে তিনটি বই প্রদান করেন। সেসব বইয়ের মধ্যে রয়েছে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দ্য ক্রিসেন্ট মুন’, আর কে নারায়ণের ‘দ্য গ্রেট কালেকশন’ এবং পণ্ডিত বিষ্ণু শর্মার ‘পঞ্চতন্ত্র’।
মোদির এক্স-এ শেয়ার করা ছবি থেকে জানা যায়, মাস্কের সন্তানরা বইগুলো পড়ে খুবই আনন্দিত ছিল। মোদি তার পোস্টে লিখেছেন, “ইলন মাস্কের পরিবারের সঙ্গে দেখা করা এবং নানা বিষয়ে আলোচনা করা আনন্দের ছিল।”
সফরের পরের দিন, ১৩ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী মোদি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন। এই বৈঠকে বাণিজ্য, অভিবাসনসহ একাধিক ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, “বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি?”
এর উত্তরে ট্রাম্প বলেন, “আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয়, যেটা প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্যি বলতে, শত শত বছর ধরে এ বিষয়ে কাজ চলছে। তবে আমি এটি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিচ্ছি।”
এদিনের বৈঠকে উভয় নেতা বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন, যা ভারত-আমেরিকা সম্পর্কের জন্য নতুন দিগন্তের সূচনা হতে পারে।