ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট মেম্বার শশী থারুর মন্তব্য করেছেন যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা সৃষ্টি করেছে। তিনি বলেন, ভারতের উচিত বাংলাদেশে সব মানুষের কল্যাণের প্রতি প্রতিশ্রুতি প্রদান করা এবং নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গেই সম্পর্ক দৃঢ় করা।
সোমবার, নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শশী থারুর এই কথা বলেন। তিনি বলেন, “শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা সৃষ্টি করেছে। ভারতকে সতর্ক থাকতে হবে যে, তারা কোনো নির্দিষ্ট দলের কিংবা গোষ্ঠীর চেয়ে বাংলাদেশের সকল মানুষের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”
শশী থারুর আরও বলেন, “বাংলাদেশে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে, তাহলে ভারত ঝুঁকিতে পড়তে পারে।” তিনি মনে করেন যে, ভারতকে সতর্কভাবে প্রতিবেশী দেশের রাজনীতি পর্যবেক্ষণ করতে হবে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। তিনি বলেন, “একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে, সেটা ভারতের পছন্দ নয়, বরং আমাদের সেই দেশের জনগণের সঙ্গে কাজ করতে হবে।”
এছাড়া, তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্কে বলেন, “আমি মনে করি, বাংলাদেশের বর্তমান সরকারকে শত্রুভাবাপন্ন বলা যাবে না। তবে, আমাদের কিছু সতর্কতা বজায় রাখতে হবে।”