নওগাঁর বদলগাছী উপজেলার ৮ ইউনিয়নের কৃষকরা ইরি-বোরো ধান রোপনে ব্যস্ত হয়ে পড়েছে।
চলতি মৌশুমে উপজেলায় ১১ হাজার ৬শ’ ৫৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ২৯০টি গভীর নলকূপ এবং কিছু অগভীর নলকূপের পানি সেচের মাধ্যমে ৭শত হেক্টর জমিতে ইরি-বোরো ধান রোপন করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান জানান।
এছাড়াও তিনি বলেন, ইরি-বোরো রোপন সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে।