আমার আমিকে প্রশ্ন করি
পাইনা খুঁজে ভাষা,
মাঝে মাঝে মনে হয়
মিথ্যে যাওয়া আসা।
ঘুমের ঘোরে থাকি যখন
শ্মশান মনে হয়,
মনের মাঝে কিসব চলে
অদৃশ্য এক ভয়।
সকাল শেষে রাত্রি আসে
বেলা বয়ে যায়,
ইচ্ছেরা সব বায়না ধরে
সুদিন ফিরে চাই।
আশায় বসে ভাসাই তরী
কূল কিনারা নাই,
অদৃশ্য খুব ঝাপসা চোখে
এ কোন মহিমায়।