পাবনার অমর একুশে বইমেলায় তরুণ লেখক তারেক খানের একক কাব্যগ্রন্থ “তুমি না এলে মেঘ জমে” বইটি বেশ সারা ফেলেছে। তারেক খান মূলত একজন সাংবাদিক, কবি, লেখক, সুরকার ও গীতিকার। দীর্ঘ এক যুগেরও বেশি সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ রয়েছে তার। পাবনার মাসব্যাপী অমর একুশে বইমেলায় সর্বোচ্চ বিক্রিত তারেক খানের “তুমি না এলে মেঘ জমে” বইটি।
প্রেম, ভালোবাসা, আবেগ, দুঃখ, কষ্ট, বিদ্রোহ, সংগ্রামসহ নানান বিষয় নিয়ে বইটিতে কবি অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি শব্দ সহজ ও সাবলীল ভাষায় পাঠকদের জন্য তুলে ধরেছেন। ফলে বইয়ের কবিতাগুলো পাঠকদের নিকট প্রশংসিত ও গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে উঠতি বয়সী তরুণ-তরুণীরা বইটি বেশি কিনছে।
বইটি প্রথম প্রকাশ হয় ২০২৪ সালের অমর একুশে বইমেলায়। পাবনার স্থানীয় লেখকদের বইয়ের মধ্যে সে বছর পাবনার মাসব্যাপী বইমেলায় “তুমি না এলে মেঘ জমে” বইটি সর্বোচ্চ বিক্রিত হয়। এবছরও বইমেলায় বইটির ব্যাপক চাহিদা রয়েছে।
ছোটবেলা থেকেই বই পড়া ও লেখালেখি করা তারেক খানের নেশা। কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও গানসহ সাহিত্যের নানা শাখায় তিনি সক্রিয়। ইতিমধ্যেই তিনি একজন তরুণ গীতিকার ও সুরকার হিসেবে শ্রোতা মহলে সুনাম কুড়িয়েছেন।