রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইউক্রেন যুদ্ধে কৌশলগত পরাজয় এড়াতে যেকোনো পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে পশ্চিমাদের জানিয়ে দিয়েছে যে, তারা রাশিয়ার পরাজয় কিছুতেই হতে দিবে না।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, “যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বোঝা উচিত যে তারা যেভাবে কিয়েভ সরকারকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, তা রাশিয়ার কৌশলগত পরাজয় হতে দিবে না।”
তিনি আরও বলেন, “পশ্চিমারা নিজেদের আধিপত্য বজায় রাখতে পৃথিবীর সব দেশ ও অঞ্চলের ওপর প্রভাব বিস্তার করতে চায়, কিন্তু রাশিয়া শুধুমাত্র তার বৈধ নিরাপত্তার জন্য লড়াই করছে।”
এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলতি বছরের নভেম্বরে, রাশিয়া পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ দিয়ে হামলা চালায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, ওই হামলার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, প্রয়োজন হলে যুদ্ধক্ষেত্রে এমন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।
এ ঘটনার মাধ্যমে রাশিয়া পশ্চিমাদের প্রতি আরও কঠোর বার্তা পাঠিয়েছে এবং ইউক্রেন যুদ্ধে নিজের অবস্থান আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছে।