ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প সৌম্যর আঙুলে পাঁচ সেলাই; ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন, বিপিএল খেলা নিয়েও শঙ্কা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবীচন্দ্রন অশ্বিন লাপাতা লেডিস দিয়ে অস্কার জিতবে ভারত: আমির খান ম্যাডোনা ২০ বছর পর স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে ফিরছেন ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহতের ঘটনায় যা বললেন হাসনাত শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চাঁদপুরে বাবা ছেলের সম্পর্ক ছিন্ন করে নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা হিজবুল্লাহ নয়, নিশ্চিহ্ন হবে ইসরায়েল: খামেনি এক যুগ পর দামেস্কে উড়ল ফ্রান্সের পতাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল সীমিত করল প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন সম্প্রতি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণের নতুন নিয়ম ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এছাড়া, অন্যান্য দিনের মতো অফিস চলাকালীন দিনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত একই নিয়ম বলবৎ থাকবে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদের দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত রাখা হবে।”

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, এই সময়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ছাড়া কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের জন্য যেসব প্রবেশপথ ব্যবহার করা হবে, তার মধ্যে উল্লেখযোগ্য শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের পরিবেশ আরও উন্নত করা।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল সীমিত করল প্রশাসন

আপডেট সময় ০৪:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন সম্প্রতি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণের নতুন নিয়ম ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এছাড়া, অন্যান্য দিনের মতো অফিস চলাকালীন দিনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত একই নিয়ম বলবৎ থাকবে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদের দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত রাখা হবে।”

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, এই সময়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ছাড়া কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের জন্য যেসব প্রবেশপথ ব্যবহার করা হবে, তার মধ্যে উল্লেখযোগ্য শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের পরিবেশ আরও উন্নত করা।