ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে তিন শিক্ষার্থীর গুপ্তহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এই মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ও হলপাড়া হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিলের অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে হাজির হয়ে তিন শিক্ষার্থীর হত্যার প্রতিবাদ জানান। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানসহ আরও একজন অজ্ঞাতনামা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের মিছিলে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “যে বিপ্লবীদের কাঁধে ভর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই বাংলাদেশে বিপ্লবীদের লাশ রাস্তায় পড়ে থাকে। আমরা স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব।”
এছাড়া, আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মঞ্জু বলেন, “ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে।”
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের কাছে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।