ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন সোমালিয়ার দারুসালাম ইউনিভার্সিটির উপাচার্য

প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেছেন সোমালিয়ার দারুসসালাম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান। অধ্যাপক ড. মিজানের এই সফরের মূল লক্ষ্য ছিল দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যবসার ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খুঁজে বের করা।

রোববার (২০ অক্টোবর) অধ্যাপক ড. মিজান ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়ায় অবস্থিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) আয়োজিত একটি সেমিনারে বক্তব্য দেন।

এই সেমিনারটি মূলত ডিআইইউতে অধ্যয়নরত সোমালিয়ার শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে আয়োজিত ছিল, যেখানে ড. মিজান বাংলাদেশ ও সোমালিয়ার শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিদ্যমান চ্যালেঞ্জ এবং সুযোগগুলো নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ডিআইইউ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ড. তানভীর আবীর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিজার আহমেদ এবং অধ্যাপক ড. এমডি ফোখরে হোসেন।

সেমিনারে অধ্যাপক ড. মিজান তাঁর বক্তব্যে বাংলাদেশ এবং সোমালিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতার অপার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উভয় দেশের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক অংশীদারিত্ব গড়ে তোলার বিভিন্ন কৌশল নিয়ে মতবিনিময় করেন।

সেমিনার শেষে প্রফেসর ড. মিজান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের প্রশংসা করেন। এছাড়া, তিনি পরিদর্শন বইয়ে একটি বার্তা লিখে তাঁর সফরের অভিজ্ঞতা শেয়ার করেন এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি এবং শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন সোমালিয়ার দারুসালাম ইউনিভার্সিটির উপাচার্য

আপডেট সময় ১১:৫৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেছেন সোমালিয়ার দারুসসালাম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান। অধ্যাপক ড. মিজানের এই সফরের মূল লক্ষ্য ছিল দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যবসার ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খুঁজে বের করা।

রোববার (২০ অক্টোবর) অধ্যাপক ড. মিজান ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়ায় অবস্থিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) আয়োজিত একটি সেমিনারে বক্তব্য দেন।

এই সেমিনারটি মূলত ডিআইইউতে অধ্যয়নরত সোমালিয়ার শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে আয়োজিত ছিল, যেখানে ড. মিজান বাংলাদেশ ও সোমালিয়ার শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিদ্যমান চ্যালেঞ্জ এবং সুযোগগুলো নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ডিআইইউ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ড. তানভীর আবীর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিজার আহমেদ এবং অধ্যাপক ড. এমডি ফোখরে হোসেন।

সেমিনারে অধ্যাপক ড. মিজান তাঁর বক্তব্যে বাংলাদেশ এবং সোমালিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতার অপার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উভয় দেশের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক অংশীদারিত্ব গড়ে তোলার বিভিন্ন কৌশল নিয়ে মতবিনিময় করেন।

সেমিনার শেষে প্রফেসর ড. মিজান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের প্রশংসা করেন। এছাড়া, তিনি পরিদর্শন বইয়ে একটি বার্তা লিখে তাঁর সফরের অভিজ্ঞতা শেয়ার করেন এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি এবং শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।