নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত ছাত্রলীগের দুই নেতাকে পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী হাসান সাইদি এবং নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী শিহাব উদ্দিন তৈমুর। দুজনই বিজয় একাত্তর হলের শিক্ষার্থী এবং ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে তারা আটক হন। কিছু শিক্ষার্থী তাদের চিহ্নিত করে ইনস্টিটিউটের পরিচালককে জানান। এরপর সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা তাদের আলাদা কক্ষে নিয়ে যান। পরে প্রক্টরিয়াল টিম ও পুলিশ তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, শিক্ষার্থীরা অভিযোগ করার পর পুলিশ ও প্রক্টরিয়াল টিম দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ গ্রুপে একটি পোস্টে লেখেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।” তিনি অভিযোগ করেন, প্রো-ভিসির নির্দেশে এই পরীক্ষা নেওয়া হয়েছিল।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেছে এবং প্রশাসনকে অবিলম্বে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে।