ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্টের পর তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
ব্রিজবেনের গাবা স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে ভারত ও অস্ট্রেলিয়া ড্র ফলাফল পায়। ম্যাচ শেষে রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন অশ্বিন, যেখানে তিনি অবসরের সিদ্ধান্তের কথা জানান। গত কিছুদিন ধরে অশ্বিনের অবসরের গুঞ্জন শোনা যাচ্ছিলো, যা আজ সত্যি হলো।
অশ্বিন কিছুদিন আগেই সিরিজের দ্বিতীয় টেস্টে অ্যাডিলেইডে ভারতের হয়ে খেলেছিলেন। তবে তৃতীয় টেস্টে তার পরিবর্তে রবীন্দ্র জাদেজাকে দলে নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জাদেজা তার সুযোগ পুরোপুরি কাজে লাগান। তিনি বল হাতে উইকেট না পেলেও প্রথম ইনিংসে ৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যা ভারতকে ফলো অন থেকে বাঁচায়। জাদেজার দুর্দান্ত ব্যাটিং পরবর্তী ম্যাচে অশ্বিনের দলে ফেরার সম্ভাবনা প্রায় শেষ করে দেয়, যা তার অবসরের সিদ্ধান্ত নিতে সহজ করে।
অশ্বিন ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৬টি টেস্ট ম্যাচ খেলে ৫৩৭টি উইকেট শিকার করেছেন, যা তাকে ভারতের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার করে তুলেছে। তার সামনে রয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অনিল কুম্বলে, যিনি ১৩২ টেস্টে ৬১৯ উইকেট শিকার করেছেন।
অশ্বিনের অবসরের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটে একটি যুগের শেষ বলে মনে করা হচ্ছে। তার অবদান ও সাফল্য ভারতীয় ক্রিকেটে অমর হয়ে থাকবে।