ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বগুড়ায় আবাসিক হোটেলের ম্যানেজার হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেপ্তার সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো কঠিন: পররাষ্ট্র উপদেষ্টা মাত্র একটি ট্রেন ও ঘোষিত সময়সূচীতে যশোরবাসী হতাশ ও ক্ষুব্ধ বোবারথল এলাকায় ভূমির অধিকার বাস্তবায়নের দাবীতে মানববন্ধন শাহবাগে সড়ক অবরোধ করে চিকিৎসকদের অবস্থান গাজায় দু’টি হাসপাতাল ও একটি স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ৮ ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অবস্থান ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮ সাগরে সৃষ্ট নিম্নচাপ লঘুচাপে পরিণত, বাড়তে পারে তাপমাত্রা শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

ড. ইউনূসকে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য বিজেপি নেতার

ছবি: সংগৃহীত

বাংলাদেশে হিন্দুদের প্রতি কথিত নির্যাতন নিয়ে ভারতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার অভিযোগে কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী এবং বিজেপির বহিষ্কৃত নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ঈশ্বরাপ্পা ভারতের হিন্দু হিতরক্ষান সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের আয়োজিত এক সমাবেশে ঘৃণামূলক বক্তৃতা দেন। বক্তৃতায় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন এবং উস্কানিমূলক বক্তব্য দেন। সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে।

এছাড়া, ঈশ্বরাপ্পা তার এর আগে মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করার কারণে পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। বিজেপির সাবেক এই নেতা চলতি বছরের শুরুতে শিবমোগা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ৩০,০০০ ভোট পান, তবে জয়লাভ করতে পারেননি।

এর আগে, ২০২২ সালের গোড়ার দিকে ঈশ্বরাপ্পা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন এবং এক ঠিকাদারকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার মামলায় অভিযুক্ত হন, যার কারণে তাকে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে হয়েছিল। এরপর বিজেপি তাকে দলের বাইরে পাঠিয়ে দেয়। যদিও তিনি কিছু সময় পর আবারও নিজেকে রাজনীতিতে সক্রিয় রাখার চেষ্টা করেন।

পুলিশের পক্ষ থেকে শিবমোগার মামলায় ঈশ্বরাপ্পার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নেয়া হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ড. ইউনূসকে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য বিজেপি নেতার

আপডেট সময় ০৯:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে হিন্দুদের প্রতি কথিত নির্যাতন নিয়ে ভারতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার অভিযোগে কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী এবং বিজেপির বহিষ্কৃত নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ঈশ্বরাপ্পা ভারতের হিন্দু হিতরক্ষান সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের আয়োজিত এক সমাবেশে ঘৃণামূলক বক্তৃতা দেন। বক্তৃতায় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন এবং উস্কানিমূলক বক্তব্য দেন। সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে।

এছাড়া, ঈশ্বরাপ্পা তার এর আগে মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করার কারণে পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। বিজেপির সাবেক এই নেতা চলতি বছরের শুরুতে শিবমোগা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ৩০,০০০ ভোট পান, তবে জয়লাভ করতে পারেননি।

এর আগে, ২০২২ সালের গোড়ার দিকে ঈশ্বরাপ্পা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন এবং এক ঠিকাদারকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার মামলায় অভিযুক্ত হন, যার কারণে তাকে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে হয়েছিল। এরপর বিজেপি তাকে দলের বাইরে পাঠিয়ে দেয়। যদিও তিনি কিছু সময় পর আবারও নিজেকে রাজনীতিতে সক্রিয় রাখার চেষ্টা করেন।

পুলিশের পক্ষ থেকে শিবমোগার মামলায় ঈশ্বরাপ্পার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নেয়া হয়েছে এবং মামলার তদন্ত চলছে।