কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আবদুল মান্নান স্বপন স্কুল এন্ড কলেজের আয়োজনে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি বেগম ছালমা আক্তার কুমকুম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আবদুল মান্নান স্বপন। তিনি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এহেসান কুফিয়া, বলিয়ারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, বাজিতপুর উপজেলা ছাত্র সমন্বয়ক নূরেন খান, রহমতউল্লাহ তাসিন এবং বলিয়ারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান।
আলোচনা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন আবদুল মান্নান স্বপন এডুকেশন কমপ্লেক্স মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. ইয়াহিয়াহ্।
এই স্মরণসভা স্থানীয় জনগণের মধ্যে আন্দোলনের গুরুত্ব এবং ঐতিহাসিক ত্যাগের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করেছে।