ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ভাই হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পাবনার ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে মামলা  বগুড়া সোনাতলায় গন্ধগোকুল উদ্ধার বর্জ্য ব্যবস্থাপনা মেশিনারিজ ক্রয়ে মসিকের তিন কর্মকর্তা ইতালি ভ্রমণ কমলগঞ্জে পূর্ব বিরোধের জের মধু মিয়া নামক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা পাচার হওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহায়তা চাইলেন ড. মুহাম্মদ ইউনূস ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠকের তোড়জোড় শুরু ধর্ষণ ও হত্যার হুমকি সাফজয়ী ফুটবলার সুমাইয়াকে শর্ত সাপেক্ষে টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা করার অনুমতি বিনা চাষ পদ্ধতিতে আলু উৎপাদনে সফলতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা হস্তান্তরের জন্য প্রস্তুত জনপ্রশাসন সংস্কার প্রতিবেদন আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহায়তা চাইলেন ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন।

ড. ইউনূস বলেন, শেখ হাসিনার একনায়কতন্ত্রের সাথে যুক্ত অলিগার্ক, স্বজনপোষণকারী এবং রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে। তাদের মধ্যে কিছু অংশ টরেন্টোর কুখ্যাত বেগমপাড়ায় সম্পদ কিনতে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, “এগুলি আমাদের জনগণের অর্থ। আমরা এই সম্পদ পুনরুদ্ধারে কানাডার সহায়তা চাই।”

এ সময়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের স্মৃতি চারণ করে তিনি বলেন, বাংলাদেশে আরও বেশি কানাডীয় বিনিয়োগ প্রয়োজন। “বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। আমরা আপনার দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে চাই এবং চাই কানাডার কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে হস্তান্তর করুক,” বলেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, বর্তমানে অনেক বাংলাদেশি কানাডায় বসবাস ও পড়াশোনা করছেন, সেজন্য কানাডার উচিত ঢাকায় তাদের জন্য ভিসা অফিস স্থাপন করা।

এ সময় কানাডার হাইকমিশনার অজিত সিং অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, কানাডা এ বিষয়ে সহায়তা করতে প্রস্তুত এবং দেশটির সরকার যাদের চিহ্নিত করবে, তাদের বিরুদ্ধে সম্পদ জব্দ ও অর্থ ফেরত আনার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবে।

তিনি আরও জানান, কানাডা বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহী এবং শিগগিরই এক কানাডীয় মন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ
Verified by MonsterInsights

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহায়তা চাইলেন ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ০৮:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন।

ড. ইউনূস বলেন, শেখ হাসিনার একনায়কতন্ত্রের সাথে যুক্ত অলিগার্ক, স্বজনপোষণকারী এবং রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে। তাদের মধ্যে কিছু অংশ টরেন্টোর কুখ্যাত বেগমপাড়ায় সম্পদ কিনতে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, “এগুলি আমাদের জনগণের অর্থ। আমরা এই সম্পদ পুনরুদ্ধারে কানাডার সহায়তা চাই।”

এ সময়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের স্মৃতি চারণ করে তিনি বলেন, বাংলাদেশে আরও বেশি কানাডীয় বিনিয়োগ প্রয়োজন। “বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। আমরা আপনার দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে চাই এবং চাই কানাডার কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে হস্তান্তর করুক,” বলেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, বর্তমানে অনেক বাংলাদেশি কানাডায় বসবাস ও পড়াশোনা করছেন, সেজন্য কানাডার উচিত ঢাকায় তাদের জন্য ভিসা অফিস স্থাপন করা।

এ সময় কানাডার হাইকমিশনার অজিত সিং অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, কানাডা এ বিষয়ে সহায়তা করতে প্রস্তুত এবং দেশটির সরকার যাদের চিহ্নিত করবে, তাদের বিরুদ্ধে সম্পদ জব্দ ও অর্থ ফেরত আনার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবে।

তিনি আরও জানান, কানাডা বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহী এবং শিগগিরই এক কানাডীয় মন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।