বেশ কিছুদিন ধরে ধর্ষণ এবং হত্যার হুমকি পাচ্ছেন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের সাফজয়ী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এই ভয়াবহ হুমকির বিষয়টি জানিয়েছেন তিনি।
পোস্টে মাতসুশিমা সুমাইয়া লিখেছেন, “আমি মাতসুশিমা সুমাইয়া, বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। আমার ফুটবল খেলার শুরুটা ছিল ইংরেজি মিডিয়ামের ছাত্রী হিসেবে এবং মালদ্বীপে লিগ জয় এবং ২০২৪ সালে বাংলাদেশের হয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয় আমার জন্য ছিল গর্বের বিষয়।”
তিনি আরো লেখেন, “যখন থেকে আমি ফুটবল খেলার পথ বেছে নিয়েছি, আমার একমাত্র লক্ষ্য ছিল তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, কিন্তু এখন বাস্তবতা ভিন্ন। আমি এমন একটি দেশে সেবা করার জন্য লড়াই করছি, যে দেশ আমাদের এই লড়াইয়ের প্রশংসা করে না।’’
স্ট্যাটাসে সুমাইয়া জানান, ফুটবল খেলার জন্য তিনি তার পরিবার এবং শিক্ষা সবকিছু উপেক্ষা করেছেন। তবে এখন তিনি প্রকাশ্যে জানান যে, তিনি বারবার ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন। তিনি আরও বলেন, “ফুটবল খেলার জন্য আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু বাস্তবে কেউই একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন না।”
হুমকির কারণে মানসিকভাবে ভেঙে পড়া সুমাইয়া লিখেছেন, “এ মুহূর্তে আমি জানি না এই মানসিক অবস্থা কাটিয়ে উঠতে আমাকে কত সময় লাগবে। তবে আমি চাই, আর কেউ যেন আমার মতো এই ধরনের মানসিক বিপর্যয়ের মুখোমুখি না হন।”
এছাড়া, সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে ফুটবল দল এবং কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগ তোলা ১৮ ফুটবলার সম্প্রতি বাফুফেকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে, তারা যদি বাটলারের অধীনে খেলতে থাকেন, তবে তারা বাংলাদেশের হয়ে খেলা তো দূরের কথা, অনুশীলন ক্যাম্পেও অংশ নেবেন না।