দেশের শ্রম আইন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানদণ্ডে উন্নীত করতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের কলকারখানায় শ্রমিক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন ‘নিরাপন’-এর নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আমরা দেশের শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শিগগিরই এর ফলাফল পাওয়া যাবে।”
এ সময়, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে শ্রমিক সংগঠন ও নির্মাতাদের সঙ্গে ১৮ দফা চুক্তি স্বাক্ষর করেছে, যা শ্রমিকদের পরিস্থিতির উন্নতি এবং পোশাক রপ্তানি বাড়াতে সহায়তা করেছে।
নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা গার্মেন্টস শিল্পে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গার্মেন্টস শিল্পের উন্নতি সাধনের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
নিরাপনের স্বতন্ত্র পরিচালক তপন চৌধুরী নেতৃত্ব দেন প্রতিনিধি দলের, যা সভায় উপস্থিত ছিলেন শীর্ষ পশ্চিমা ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের প্রতিনিধিরাও। অনুষ্ঠানে এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব প্রধান লামিয়া মোরশেদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও উপস্থিত ছিলেন।
নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার সংরক্ষণের উদ্দেশ্যে সরকারের এই সংস্কারের উদ্যোগ গার্মেন্টস শিল্পের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।