উয়েফা চ্যাম্পিয়নস লিগে রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে অসাধারণ জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরুতে কিছুটা চাপের মধ্যে থাকা বার্সা দ্বিতীয়ার্ধে স্বরূপে ফিরে ৫-২ গোলের বড় জয় নিশ্চিত করে।
সার্বিয়ান ক্লাব রেডস্টার বেলগ্রেডের মাঠে ১৩ তম মিনিটে ইনিও মার্তিনেজের হেডে এগিয়ে যায় বার্সেলোনা। তবে ২৭তম মিনিটে সিলাস এমভুমপার সমতাসূচক গোলে ম্যাচে ফিরে আসে বেলগ্রেড। বিরতির আগে লেভানডফস্কি বার্সাকে আবারো এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সেলোনা আক্রমণ জোরদার করে। ৫৩তম মিনিটে জুলস কুন্দের ক্রস থেকে সহজেই গোল করেন লেভানডফস্কি। এই গোলটি ছিল বার্সার হয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় ৭০০তম গোল। পরে রাফিনিয়া ও ফারমিন লোপেজের গোলে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। ৮৪তম মিনিটে মিলসনের গোলে বেলগ্রেড ব্যবধান কমালেও ম্যাচটি শেষ হয় বার্সার ৫-২ জয়ে।
অন্যদিকে, পিএসজির জন্য দিনটি ভালো যায়নি। প্যারিসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলায় যোগ করা সময়ের শেষ কিকে ২-১ গোলে হেরে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৪তম মিনিটে পিএসজির জাইর-এমিরি এগিয়ে দেন। তবে ১৮ মিনিটের মধ্যে মোলিনা আতলেতিকোকে সমতায় ফেরান। নব্বই মিনিট পর্যন্ত দুই দল সমতায় থাকলেও যোগ করা সময়ে আনহেল কোরেয়া গোল করে আতলেতিকোকে নাটকীয় জয় এনে দেন।