প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলে যাওয়া সাকিব আল হাসান এবার ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে।
গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচে বোলিং করার সময় আম্পায়ার স্টিভ ও’শাগনেসি এবং ডেভিড মিলনস সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
সাকিব ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নিয়েছিলেন। আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে ইসিবি সাকিবকে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলেছে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইংল্যান্ডে ইসিবির নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে।
ইসিবি সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করলেও তার আন্তর্জাতিক বা বিদেশি লিগে অংশগ্রহণে কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তবে এই ঘটনাটি সাকিবকে কিছুটা বিস্মিত করেছে। সাকিব ইতিমধ্যেই ৭১২টি আন্তর্জাতিক উইকেট নিয়ে বাংলাদেশের অন্যতম সফল বোলার।
বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি পুরোপুরি ইসিবির আওতায় এবং এতে আইসিসির কোনো সম্পৃক্ততা নেই। ফলে সাকিব আন্তর্জাতিক বা অন্য দেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন। বর্তমানে সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে থাকছেন না।