য়েফা চ্যাম্পিয়নস লিগের চলমান মৌসুমে ইন্টার মিলানের মাঠে ১-০ গোলে হেরে আবারও ইতালি থেকে খালি হাতে ফিরল আর্সেনাল।
গত কয়েক বছরে ইতালিতে খেলে গোলশূন্য ফেরার মিছিলে এবার আরও একটি ম্যাচ যোগ হলো। ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে আর্সেনাল গোলমুখে ২০টি শট নিলেও জালে পাঠাতে ব্যর্থ হন বুকায়ো সাকা ও কাই হাভার্টজরা।
ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করেন হাকান কালহানগলু। আর্সেনাল ডিফেন্ডার মিকেল মেরিনোর হাতে বল লাগলে রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির নির্দেশ দেন। তবে ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আরতেতা পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।
এর আগে মেরিনো হেড নেওয়ার সময় ইন্টার গোলকিপার ইয়ান সোমের তাঁকে আঘাত করলেও ফাউলের জন্য রেফারি কোনো ব্যবস্থা নেননি।
অন্যদিকে, পর্তুগালে বেনফিকার বিপক্ষে বায়ার্ন মিউনিখ ১-০ গোলে জয় পায়। জার্মান ক্লাবটি পরপর দুই ম্যাচে অ্যাস্টন ভিলা ও বার্সেলোনার কাছে পরাজয়ের পর এই জয় নিয়ে ফিরল। ম্যাচে বায়ার্ন ২৪টি শট নেয়, যার মধ্যে ১০টি লক্ষ্যে ছিল। তবে ৬৪তম মিনিটে জামাল মুসিয়ালার শটই জয় নিশ্চিত করে।