আজ (২ নভেম্বর) শনিবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ নারী ফুটবল দলকে সম্মাননা প্রদান করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গত বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জয় করে দেশে ফেরে দলটি। দেশে ফেরার পর, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে ভবনে তাদের বরণ করে নেন।
সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশের পর, ফুটবলারদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। বাফুফে ভবনে প্রবেশের সময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, “ফুটবলাররা দেশের জন্য গর্ব বয়ে এনেছে। তাদের এই সাফল্যকে আমরা সবসময় স্বীকৃতি দেব।”
সংবর্ধনার পর, সরকার থেকে ১ কোটি টাকার আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়। পুরস্কারের চেকটি অধিনায়ক সাবিনা খাতুনের হাতে তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, এই অর্থ দলটির আরও উন্নয়নে কাজে লাগবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নারীদের এই সাফল্যের জন্য তাদের প্রশংসা করেন এবং বলেন, “তাদের অর্জন শুধু ফুটবল নয়, এটি আমাদের দেশের নারীদের ক্ষমতায়নের প্রতীক।” তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে বাংলাদেশ নারী ফুটবল দল।
ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন উইনিং ক্যাপ্টেন সাবিনা খাতুন, তহুরা খাতুন, এবং অন্যান্য সদস্য। তারা সবাই সরকারের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।