দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবার জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ মঙ্গলবার (০৫ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ নিয়োগের কথা জানিয়েছে। সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত।
সালাউদ্দিন এর আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। ২০১০-১১ সালে তিনি বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে এবং ঘরোয়া ক্রিকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচিং করিয়ে বিপিএল শিরোপা জিতিয়ে ঘরোয়া ক্রিকেটে তার দক্ষতার প্রমাণ রেখেছেন।
বিসিবির বোর্ড মিটিংয়ে সালাউদ্দিনকে জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে যুক্ত করার বিষয়টি চূড়ান্ত হয়। দেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের কোচ হিসেবে ঘরোয়া ক্রিকেটে সালাউদ্দিনের অবদান অনস্বীকার্য।
এই নিয়োগে বিসিবি আশা করছে, সালাউদ্দিন তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করবেন।