ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

নব্য ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না: নুরুল হক নুর

ডাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “নব্য কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না।”

আজ শনিবার (২ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ঈদগাহ মাঠে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, “যারা মানুষের অধিকার কেড়ে নেয় এবং শাসনের নামে শোষণ করে, এমন সরকারের পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। জুলাই থেকে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা একের পর এক ষড়যন্ত্র করছে, যা রুখে দিতে ছাত্র-জনতা সর্বদা প্রস্তুত আছে।”

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “আপনারা অন্তর্বর্তী সরকারের অধীনে আছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করুন। যদি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে আপনাদের চাকরি করার নৈতিকতা নেই।”

তিনি রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। আপনাদের পরিণাম কী হবে, তা জাতি ঠিক করে রেখেছে।”

পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান এবং যুব অধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সানি।

এছাড়া স্থানীয় গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অধ্যাপক মশিউর রহমান, কামরুল হাসান, শরীফ প্রধান, সামাদ চৌধুরী, নেহাল, জাহিদ মাস্টার, সোহান খান, রিগান, আল-আমিন বাবু, রেদোয়ান, নাহিদ, আল-আমিন, রফিকুল ইসলাম ও মাহবুব প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

নব্য ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না: নুরুল হক নুর

আপডেট সময় ০৪:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

ডাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “নব্য কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না।”

আজ শনিবার (২ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ঈদগাহ মাঠে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, “যারা মানুষের অধিকার কেড়ে নেয় এবং শাসনের নামে শোষণ করে, এমন সরকারের পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। জুলাই থেকে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা একের পর এক ষড়যন্ত্র করছে, যা রুখে দিতে ছাত্র-জনতা সর্বদা প্রস্তুত আছে।”

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “আপনারা অন্তর্বর্তী সরকারের অধীনে আছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করুন। যদি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে আপনাদের চাকরি করার নৈতিকতা নেই।”

তিনি রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। আপনাদের পরিণাম কী হবে, তা জাতি ঠিক করে রেখেছে।”

পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান এবং যুব অধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সানি।

এছাড়া স্থানীয় গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অধ্যাপক মশিউর রহমান, কামরুল হাসান, শরীফ প্রধান, সামাদ চৌধুরী, নেহাল, জাহিদ মাস্টার, সোহান খান, রিগান, আল-আমিন বাবু, রেদোয়ান, নাহিদ, আল-আমিন, রফিকুল ইসলাম ও মাহবুব প্রমুখ।