রাজধানীর কাকরাইল ও আশপাশের এলাকায় শনিবার (০২ নভেম্বর) সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিজয়নগরে জাতীয় পার্টির সমাবেশের ঘোষণা ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) ডিএমপি কমিশনার (চলতি দায়িত্বে) মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে” শনিবার বিজয়নগরের পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে।
এদিকে, একই দিন দুপুর ২টায় রাজধানীর কাকরাইলে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। তারা চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে। পাশাপাশি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা।
অপরিকল্পিত পরিস্থিতি এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।