বাংলাদেশের সাধারণ নারী কর্মীদের মালয়েশিয়া না যাওয়ার জন্য অনুরোধ করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (৩১ জানুয়ারি) হাইকমিশনের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় নারী কর্মী নেওয়ার বিষয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই। হাইকমিশন জানিয়েছে, কিছু সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়মবহির্ভূতভাবে ভ্রমণ ও অন্য ভিসায় মালয়েশিয়া নিয়ে প্রতারণা করছে।
এই প্রতারণার ফলে নারী কর্মীরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি, এর ফলে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
হাইকমিশন জানায়, দুই দেশের মধ্যে নারী কর্মী নেওয়ার বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত সাধারণ নারী কর্মীদের মালয়েশিয়া যাত্রা না করার অনুরোধ করা হচ্ছে। এই পরিস্থিতি চলাকালীন, যারা মালয়েশিয়ায় যেতে চান তারা যেন সতর্ক থাকেন এবং নিয়মিত ভ্রমণের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
এছাড়া, বাংলাদেশের নাগরিকদের এমন ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকতে হাইকমিশন নিয়মিত সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছে।