বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই মাসে মুক্তিকামী ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িত সকলের ফাঁসির দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিক্ষোভ সমাবেশে রাসেল আহমেদ বলেন, “আমরা চব্বিশের রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে মুক্তিকামী ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী খুনি হাসিনাসহ সকল হত্যাকারীদের ফাঁসি চাই। তাদের বিচার দাবি করছি।”
তিনি আরো বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা ওই আন্দোলনে আমাদের ভাইবোনদের ওপর গুলি চালিয়েছে; তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।”
এ সময় তিনি সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বলেন, “এখনো পর্যন্ত হত্যাকারীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি। যতদিন পর্যন্ত সরকার নির্দিষ্ট পদক্ষেপ না নেয়, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
এদিকে, সমাবেশে উপস্থিত ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা একযোগে আন্দোলনের অংশ হিসেবে আমরণ অনশনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ছাত্ররা সরকারের প্রতি তাদের দাবির প্রতি গভীর মনোযোগ এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও সমাবেশে যোগ দিয়েছেন এবং হত্যাকারীদের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান প্রকাশ করেছেন।