সুইজারল্যান্ড সরকার বাংলাদেশসহ তিনটি দেশের জন্য চলমান উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থা (এসডিসি) এর অধীনে পরিচালিত এসব প্রকল্পগুলো ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। সুইস ফেডারেল কাউন্সিল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, চলমান উন্নয়ন কর্মসূচি আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় আগামী ২০২৮ সালের মধ্যে বন্ধ করা হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত বাস্তব পরিস্থিতি, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদি কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ এবং অন্যান্য দেশগুলোর তুলনায় এসব দেশে সুইস আন্তর্জাতিক সহযোগিতার সামগ্রিক গুরুত্ব বিবেচনা করে।
সুইজারল্যান্ড সরকারের এই সিদ্ধান্তের পিছনে গত ডিসেম্বরে সুইজারল্যান্ড পার্লামেন্টের বিদেশি সহায়তার বাজেট কমানোর সিদ্ধান্ত অন্যতম বড় কারণ। সুইজারল্যান্ড পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ (১২১ মিলিয়ন ডলার) এবং ২০২৬-২০২৮ সালের জন্য নির্ধারিত আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ কাটছাঁট করেছে।
এসডিসি কর্তৃক বাস্তবায়িত এসব পদক্ষেপের কারণে বাংলাদেশের পাশাপাশি আলবেনিয়া ও জাম্বিয়ার উন্নয়ন সহায়তার জন্য বরাদ্দের পরিমাণ হ্রাস পাবে। তবে, সুইজারল্যান্ড মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনের জন্য বরাদ্দকৃত তহবিল অপরিবর্তিত রাখবে।
এই পরিবর্তন সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয়, অর্থনৈতিক এবং বিষয়ভিত্তিক সহযোগিতা এবং বহুপক্ষীয় সংস্থাগুলোর অর্থায়নকে প্রভাবিত করবে বলে জানানো হয়েছে।